কিতাবঃ "বারো মাসের নাম"


"বারো মাসের নাম"
মাওলানা সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী


মুহররম, সফর, রবিউল আওয়াল,
রবিউস সানি, জুমাদাল আওয়াল,
জুমাদাস সানি, রজব, শাবান, রমজান,
শাওয়াল, জিলক্বদ, জিলহজ্ব, বারো মাসের নাম।
জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান  ।।


বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে,
দশ তারিখে সবাই কাঁদে কারবালার সুরে ।
আখেরী চার সোম্বাহ আছে ঐ সফরে,
দোয়া লেখার গোসল করে শেষে বুধবারে ।
২৪শে সফর ওফাত পেলেন আলা হযরত,
ইয়াউমে রেযা পালন করে বিশ্ব সুন্নিয়ত ।
রবিউল আউয়ালে দেখ নবীর আগমন,
মিলাদুন্নবীর খুশিতে ভরে তনুমন ।
জশনে জুলুসে বাড়ে মুমিনের ঈমান  ।।


রবিউস সানীতে ফাতেহায়ে ইয়াজদাহুম,
বড় পীরের আলোচনায় ভাঙ্গে সবার ঘুম ।
জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন,
খোদার ঘরে জন্ম নেয়া তিনি তো একজন ।
জুমাদাস সানীতে সিদ্দিকে আকবর স্মরণ,
প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন ।
৬ই রজব খাজা বাবার দেখ আজব শান ।।


১২ রজব শেরে বাংলার ওরশ  শরীফে,
আশেকে রা ভীড় জমায় মাজার শরীফে ।
২৭ রজব দাওয়াত দিলেন প্রভু রহমান,
লা-মকামে গেলেন নবী হয়ে মেহমান ।
শবে বরাত পালন করি নিসফে শাবান,
দয়া ক্ষমা মুক্তির মাস মাহে রমজান ।
শবে কদরে নাযিল হল আল কোরআন ।।


শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদেরি উৎসব,
ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব ।
জিলকদ মাসে ওফাত পেলেন শাহে সিরিকোটি,
শাহা জালাল ইয়েমেনি আর গাউসে ভান্ডারী ।
জিলহজে হজ করে বিশ্ব মুসলমান,
৯ই তারিখে আরাফাতে করে অবস্থান,
দশ তারিখে ইব্রাহিম এর স্মৃতিতে অম্লান  ।।
2:57 AM

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget