তথ্যসূত্রঃ (আব্দুল মুস্তফা রহিম আল-আযহারি)
ইনশাআল্লাহ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিতব্য ৩৩ তম শোহাদায়ে কারবালা মাহফিলে তাসরিফ আনবেন আল-আজ্বহার বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ আল ইসলামিয়্যাহ ফ্যাকাল্টির ডিন আল্লামা ডঃ শেখ জামাল ফারুক (হাফিজাহুল্লাহ),আল-আজ্বহার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট আল্লামা ডঃ ইব্রাহীম সালেহ সৈয়্যদ সুলেমান আল হুদহুদ (হাফিজাহুল্লাহ), আল-আজ্বহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দ্বীন ফ্যাকাল্টির ডিন আল্লামা শেখ ডঃ আব্দুল ফাত্তাহ আব্দুল গনি আওয়ারী (হাফিজাহুল্লাহ) এবং মিসরে ত্বরিকায়ে শাহজলিয়া কাদেরীয়ার শেখ আল্লামা ডঃ ইউসরী জাবের রুশদি আল-হাসানী ওয়াল হোসাইনী (হাফিজাহুল্লাহ)।
চট্টগ্রামে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১লা মহররম ১১ সেপ্টম্বর থেকে ১০ই মহররম ২০ সেপ্টম্বর পর্যন্ত।৩২ বছর ধরে পালিত হয়ে আসা এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন খতিবে বাংগাল আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী (রহঃ)।আল্লাহ পাক হুজুরকে রাফায়ে দারাজাত নসিব করুক।
চট্টগ্রামে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১লা মহররম ১১ সেপ্টম্বর থেকে ১০ই মহররম ২০ সেপ্টম্বর পর্যন্ত।৩২ বছর ধরে পালিত হয়ে আসা এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন খতিবে বাংগাল আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী (রহঃ)।আল্লাহ পাক হুজুরকে রাফায়ে দারাজাত নসিব করুক।





Post a Comment