ওশখাইনআলী রজা (র.) মাদরাসা ময়দানে ৮ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল-

সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল
--------------
চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত ওষখাইন আলী নগর দরবার শরীফের ওষখাইন শাহ্ আলী রজা (রা:) আলিম মাদ্রাসা ময়দান ও ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ৯নং পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জামা'য়াতের ব্যবস্থাপনায় সৈয়দেনা হযরত ইমাম হোসাইন (রা:)'র শাহাদাতের স্মরণে ৮ দিনব্যাপী ঐতিহাসিক শোহাদায়ে কারবালা মাহফিলে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল। উক্ত মাহফিলে তাকরির পেশ করবেন দেশবরেণ্য সুন্নী ওলামায়ে কেরামগন।

নিবেদক-
আহবায়ক : শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাদ মিয়া
পরিচালক, ওষখাইন শাহ্ আলী রজা (রা:) আলিম মাদ্রাসা।
সচিব : মোহাম্মদ  হাছান জিয়াউল ইসলাম।

Shohadaye Karbala পেইজে মাহফিলের বিশেষ অংশ সরাসরি দেখানো হবে। শেয়ার করে নিউজটি সবাইকে দেখার সুযোগ করেদিন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget